trilock 10 এর কাজ কি - Trilock 10 খাওয়ার নিয়ম

 trilock 10 এর কাজ কি - Trilock 10 খাওয়ার নিয়ম এই আর্টিকেল থেকে জেনে নিতে পারেন এছাড়া আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব trilock 10 এর কাজ কি - Trilock 10 খাওয়ার নিয়ম আজকের এই আর্টিকেলটি আপনি যদি মনোযোগ সহকারে পড়েনtrilock 10 এর কাজ কি - Trilock 10 খাওয়ার নিয়ম শুধুমাত্র একটি পোস্ট থেকে জেনে নিতে পারবেন ।

trilock 10 এর কাজ কি - Trilock 10 খাওয়ার নিয়ম
trilock 10 এর কাজ কি - Trilock 10 খাওয়ার নিয়ম

এই আর্টিকেলটি আপনি মনোযোগ সহকারে পড়েন তাহলে trilock 10 এর কাজ কি - Trilock 10 খাওয়ার নিয়ম আর কোন প্রশ্ন থাকবে না।

ট্রাইলক ৪ এর কাজ কি

# . Trilock এর জন্য নির্দেশিত হয়ে থাকে তা হলো :

অ্যাজমা এর সমস্যা জনিত রোগ গুলো সব প্রতিরোধ করার জন্য এবং দীর্ঘস্থায়ী চিকিৎসা করার কাজে এই ট্রাইলোক ব্যবহার করা হয়ে থাকে ৷

# . ব্যায়াম - প্ররোচিত ব্রঙ্কোকনস্ট্রিকশন ( EIB ) এর তীব্র ভাবে প্রতিরোধ করার জন্য এই ট্রাইলোক ব্যবহার করা হয়ে থাকে ৷

# . অ্যালার্জি জনিত সকল প্রকার রাইনাইটিস ( AR ) : মৌসুমী এবং বহুবর্ষজীবী অ্যালার্জি জনিত সকল প্রকার রাইনাইটিস গুলো এর উপসর্গ থেকে মুক্তি পাওয়ার জন্য এই ট্রাইলোক ব্যবহার করা হয়ে থাকে ৷

# . মন্টেলুকাস্ট হলো মূলত একটি নির্বাচনী এবং মৌখিক ভাবে সক্রিয় সকল প্রকার লিউকোট্রিন রিসেপ্টর বিরোধী যা সিস্টাইনাইল লিউকোট্রিন রিসেপ্টর গুলোকে ( সিএসএলটি 1 ) বাধা দিয়ে থাকে । সিস্টিনাইল লিউকোট্রিনস ( LTC4, LTD4, LTE4 ) হলো মূলত অ্যারাকিডোনিক অ্যাসিড টি বিপাক করার পণ্য এবং মাস্ট কোষ এবং ইওসিনোফিল সহ বিভিন্ন সকল প্রকার কোষ থেকে মুক্তি পেয়ে থাকে ৷ সিস্টাইনাইল লিউকোট্রিয়েনস এবং লিউকোট্রিন রিসেপ্টর পেশি গুলোকে অ্যাজমা এবং অ্যালার্জি জনিত সকল প্রকার রাইনাইটিস এর প্যাথোফিজিওলজি গুলোর সাথে সম্পর্কযুক্ত করা হয়ে থাকে , যার মধ্যে শ্বাস নালীর শোথ , মসৃণ পেশী সংকোচন এবং প্রদাহ জনক প্রক্রিয়া গুলোর সাথে সম্পর্কিত করা সেলুলার ক্রিয়া কলাপ গুলো সব পরিবর্তিত হয়ে থাকে , যা অ্যাসথমার লক্ষণ এবং উপসর্গ গুলোতে অবদান রাখে ।

trilock 10 এর কাজ কি

Trilock 10 মিলি গ্রাম মূলত যেই রোগ এর জন্য নির্দেশিত হয়ে থাকে তা হলো :

# . অ্যাজমা রোগে আক্রান্ত রোগীদের রোগ প্রতিরোধ এবং দীর্ঘ স্থায়ী চিকিৎসার জন্য এই ট্রাইলোক ১০ মিলি গ্রাম ঔষধ টি ব্যবহার করা হয়ে থাকে ৷

# . ব্যায়াম - প্ররোচিত ব্রঙ্কোকনস্ট্রিকশন ( EIB ) এর তীব্র ভাবে প্রতিরোধ করার জন্য এই ট্রাইলোক ১০ মিলি গ্রাম ঔষধ টি ব্যবহার করা হয়ে থাকে ৷

# . অ্যালার্জিক রাইনাইটিস ( AR ) এর জন্য নির্দেশিত হয়ে থাকে : মৌসুমী এবং বহুবর্ষজীবী অ্যালার্জিক রাইনাইটিস জনিত সমস্যা গুলো এর উপসর্গ থেকে মুক্তি পেতে হলে ট্রাইলোক ১০ মিলি গ্রাম ঔষধ টি ব্যবহার করা হয়ে থাকে ৷

# . অ্যারাকিডোনিক অ্যাসিড টি বিপাক হওয়ার ফলে মাস্ট কোষ এবং ইওসিনোফিল সহ বিভিন্ন প্রকার সব কোষ থেকে সিস্টাইনাইল লিউকোট্রিনস ( LTC4 , LTD4 , এবং LTE4 ) উৎপন্ন হয়ে থাকে ৷ সিস্টাইনাইল লিউকোট্রিন রিসেপ্টর ( সিএসএলটি ) মূলত মানুষের শ্বাসনালীতে অবস্থিত হয়ে থাকে এবং এই ইকোস্যানয়েড গুলো সব তাদের সাথে আবদ্ধ হয়ে থাকে । মৌখিক ভাবে সক্রিয় সকল ড্রাগ Trilock 10 mg এর CysLT1 রিসেপ্টর এর জন্য মূলত একটি শক্তিশালী সখ্যতা এবং নির্দিষ্টতা রয়েছে । কোনো অ্যাগোনিস্ট জনিত সকল প্রকার কার্যকলাপ ছাড়াই , এটি CysLT1 রিসেপ্টরে LTD4 এর শারীরবৃত্তীয় প্রভাব গুলোকে বাধা দিয়ে থাকে ৷

Trilock 10 Price in Bangladesh

Montelukast Sodium

10 mg

Opsonin Pharma Ltd.

Unit Price : ৳ 17 . 00 ( 3 x 14 : ৳ 714 . 00 )

Strip Price : ৳ 238 . 00

Trilock 10 খাওয়ার নিয়ম

যে কোনো প্রকার ঔষধ সেবন করার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে তারপর সেবন করা উচিত ৷ প্রতিটি ঔষধের যেমন কিছু উপকারিতা রয়েছে ঠিক তেমনই আবার প্রতিটি ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান রয়েছে ৷ তাই সেই ঔষধ টির সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ডোজ নির্ধারণ করে নিতে হবে ৷ কারণ যদি ডোজ বেশি হয়ে থাকে তাহলে আপনার ক্ষতি হতে পারে অথবা ডোজ যদি কম হয়ে থাকে তাহলে কাজ করে না ৷ নিচে ট্রিলক ১০ মিলি গ্রাম ঔষধ সেবন করার আনুমানিক একটা নিয়ম দেওয়া হলো এক নজর এ দেখে নিতে পারেন ৷

প্রাপ্তবয়স্ক এবং কিশোর - কিশোরীদের হাঁপানি জনিত সমস্যা গুলো বা মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এর সমস্যা গুলো সব পরিলক্ষিত করা হলে ট্রিলক ঔষধ টির সেবন মাত্রা হবে হলো : ১৫ বছর বয়সী বা তার থেকে বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং কিশোর - কিশোরী গুলোদের জন্য ডোজ হবে হলো : মন্টিলুকাস্ট ১০ মিলি গ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার করে সেবন করতে হবে ।

হাঁপানি জনিত সমস্যা গুলো সব পরিলক্ষিত করা হলে বা মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস জনিত সমস্যা সহ শিশু রোগী গুলোদের জন্য এই ট্রিলক ঔষধ টির সেবন মাত্রা হবে হলো : ৬ বছর বয়সী থেকে ১৪ বছর বয়সী শিশু রোগী গুলোদের জন্য সেবন মাত্রা হবে হলো : মন্টিলুকাস্ট ৫ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার করে সেবন করতে হবে ।

২ বছর বয়সী থেকে ৪ বছর বয়সী শিশু রোগীদের জন্য এই ট্রিলক ঔষধ টির সেবন মাত্রা হবে হলো : মন্টিলুকাস্ট ৪ মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার করে সেবন করতে হবে ।

৬ মাস বয়সী থেকে ৫ বছর বয়সী শিশু রোগী গুলোদের জন্য এই ট্রিলক সেবন মাত্রা হবে হলো : মন্টিলুকাস্ট ৪ মিলিগ্রাম ওরাল গ্রানুলস প্রতিদিন একবার করে সেবন করতে হবে । এটি সরাসরি আপনার মুখে দেওয়া ও যেতে পারে , বা ঘরের তাপমাত্রা অনুযায়ী এক চামচ করে ঠান্ডা জল বা নরম খাবার এর সাথে মিশ্রিত করা যেতে পারে ।

শিশু রোগী গুলোদের ক্ষেত্রে এটি ব্যবহার করার নিয়ম হবে হলো : মন্টিলুকাস্ট এর নিরাপত্তা এবং কার্যকারিতা ৬ মাস বয়সী থেকে ১৪ বছর বয়সী হাঁপানি জনিত সকল প্রকার আক্রান্ত শিশু রোগী গুলোদের মধ্যে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত ভাবে গবেষণায় প্রতিষ্ঠিত করা হয়েছে । এই বয়সের নিরাপত্তা এবং কার্যকারিতা প্রোফাইল গুলো সব প্রাপ্তবয়স্ক গুলোদের মধ্যে দেখা যায় এমনই ।হেপাটিক অপ্রতুলতা জনিত সকল প্রকার সমস্যা গুলোর জন্য এই ট্রিলক সেবন মাত্রা হবে হলো : হালকা থেকে মাঝারি হেপাটিক জনিত সমস্যা গুলোর অপ্রতুলতা সহ রোগী গুলোদের ক্ষেত্রে কোন ও প্রকার ৗকোন ডোজ সামঞ্জস্যের প্রয়োজন নেই ।

রেনাল অপ্রতুলতা জনিত সকল প্রকার সমস্যা গুলো সব পরিলক্ষিত করা হয়ে থাকলে এই ট্রিলক ঔষধ টির সেবন মাত্রা হবে হলো : রেনাল অপ্রতুলতা রোগী গুলোদের ক্ষেত্রে কোন প্রকার ডোজ সামঞ্জস্য করার প্রয়োজন নেই ।

বয়স্কদের ক্ষেত্রে এই ট্রিলক ঔষধ টির সেবন মাত্রা হবে হলো : ফার্মাকোকিনেটিক প্রোফাইল এবং মন্টিলুকাস্ট এর একক ১০ - মিলি গ্রাম মৌখিক ডোজের oral bioavailability বয়স্ক এবং অল্প বয়স্কদের মধ্যে একই রকম হয়ে থাকে । মন্টিলুকাস্ট এর প্লাজমা অর্ধ - জীবন বয়স্কদের মধ্যে কিছুটা দীর্ঘ হয়ে থাকে ৷ বয়স্কদের জন্য কোন ডোজ সমন্বয় করার কোনো প্রয়োজন হয় না ।

Trilock 10 mg

ট্রিলক অন্যান্য সকল থেরাপির সাথে নিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করা হয়েছে যা নিয়মিত ভাবে প্রফিল্যাক্সিস এবং হাঁপানির দীর্ঘস্থায়ী চিকিৎসা গুলোয় বিরূপ প্রতিক্রিয়ার আপাত বৃদ্ধি ছাড়াই ব্যবহৃত করা হয়ে থাকে ৷ ড্রাগ ইন্টারঅ্যাকশন স্টাডিতে , ট্রিলকের প্রস্তাবিত ক্লিনিকাল ডোজ নিম্নলিখিত ঔষুধের ফার্মাকোকিনেটিক্সের উপর চিকিৎসাগত ভাবে গুরুত্বপূর্ণ কোন প্রকার কোন প্রভাব ফেলেনি : থিওফাইলিন , প্রেডনিসোন , প্রিডনিসোলন , মৌখিক গর্ভনিরোধক ( নরেথিনড্রোন 1mg / ethinyl estradiol 35mcg ) , টেরফেনাডিন , ওয়ারফারিন এবং ডিগো । 

যদিও অতিরিক্ত পরিমাণ কোন নির্দিষ্ট মিথস্ক্রিয়া অধ্যয়ন করা হয় নি , ক্লিনিকাল প্রতিকূল মিথস্ক্রিয়া গুলোর প্রমাণ ছাড়াই ক্লিনিকাল স্টাডি গুলোতে সাধারণ ভাবে নির্ধারিত ঔষধের বিস্তৃত পরিসরের সাথে ট্রিলক ব্যবহার করা হয়েছিল । এই ওষুধ গুলোর মধ্যে থাইরয়েড হরমোন , নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি এজেন্ট , সেডেটিভ হিপনোটিকস , বেনজোডিয়াজেপাইনস এবং ডিকনজেস্ট্যান্ট অন্তর্ভুক্ত ছিল । ফেনোবারবিটাল , যা হেপাটিক বিপাককে প্ররোচিত করে , 

ট্রিলকের একক 10 mg ডোজ অনুসরণ করে ট্রিলকের AUC প্রায় 40% হ্রাস করে থাকে । Trilock জন্য কোন ডোজ সমন্বয় সুপারিশ করা হয় . যখন শক্তিশালী সাইটোক্রোম P450 এনজাইম প্রবর্তক , যেমন ফেনোবারবিটাল বা রিফাম্পিন , ট্রিলকের সাথে সহ - প্রশাসিত হয়ে থাকে তখন উপযুক্ত ক্লিনিকাল মনিটরিং নিয়োগ করা যুক্তিসঙ্গত ।

Trilock 5 এর কাজ কি

Trilock 5 মিলি গ্রাম এর জন্য নির্দেশিত হয়ে থাকে :

# . অ্যাজমা জনিত রোগ গুলো সব প্রতিরোধ এবং দীর্ঘস্থায়ী চিকিৎসা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷

# . ব্যায়াম - প্ররোচিত ব্রঙ্কোকনস্ট্রিকশন ( EIB ) এর তীব্র ভাবে প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷

# . অ্যালার্জিক রাইনাইটিস ( AR ) জনিত সমস্যা গুলোর জন্য : মৌসুমী এবং বহুবর্ষজীবী অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ গুলো সব পরিলক্ষিত করা হলে এর থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷

# . অ্যারাকিডোনিক অ্যাসিড বিপাক করার ফলে মাস্ট কোষ এবং ইওসিনোফিল সহ বিভিন্ন প্রকার সব কোষ থেকে সিস্টাইনাইল লিউকোট্রিনস ( LTC4 , LTD4 , এবং LTE4 ) উৎপন্ন হয়ে থাকে । সিস্টাইনাইল লিউকোট্রিন রিসেপ্টর ( সিএসএলটি ) মানুষের শ্বাস নালী গুলোতে অবস্থিত এবং এই ইকোসানোয়েড গুলো সব তাদের সাথে আবদ্ধ হয়ে থাকে । মৌখিক ভাবে সক্রিয় সকল ড্রাগ Trilock 5 mg এর CysLT1 রিসেপ্টর গুলোর জন্য একটি শক্তিশালী সখ্যতা এবং নির্দিষ্টতা রয়েছে । কোনো অ্যাগোনিস্ট কার্যকলাপ ছাড়াই , এটি CysLT1 রিসেপ্টরে LTD4 এর শারীরবৃত্তীয় প্রভাব গুলোকে সব বাধা দিয়ে থাকে ৷

ট্রাইলক কি কাজ করে

মন্টিলুকাস্ট হলো মূলত একটি সিলেকটিভ এবং মুখে সেব্য লিউকোট্রিন রিসেপ্টর প্রতিবন্ধক যা সিজটিনাইল লিউকোট্রিন সিজএলটি - ১ রিসেপ্টর গুলোকে সব বাধা দিয়ে থাকে । সিজটিনাইল লিউকোট্রিনস এবং লিউকোট্রিন রিসেপ্টর গুলোর ক্রিয়া গুলো সব এজমার প্রক্রিয়া গুলোর সাথে জড়িত যেমন হলো , শ্বাসপথে ইডিমা , অনৈচ্ছিক পেশি গুলোর সংকোচন এবং কোষ গুলোর পরিবর্তিত ক্রিয়া জনিত প্রদাহ এর প্রক্রিয়া যা আপনার এজমার লক্ষন সমুহ গুলোর জন্য দায়ী হয়ে থাকে । 

সহযােগী থেরাপী গুলো হিসাবে এ্যাজমা জনিত সমস্যা গুলোর চিকিৎসা গুলোয় নির্দেশিত হয়ে থাকে । ১০ মি. গ্রা. ট্যাবলেট এ্যাজমা এবং সিজনাল এলার্জি জনিত রাইনাইটিস জনিত উপসর্গ গুলো সব পরিলক্ষিত করা হলে তা দুরী করার জন্য নির্দেশিত এক্সারসাইজ - ইনডিউসড় ব্রংকোকনস্ট্রিকসন - এর কারণে সৃষ্ট এ্যাজমা প্রতিরােধ করতেও মনটিন নির্দেশিত হয়ে থাকে ।

trilock 10 এর দাম কত

যে কোনো প্রকার ঔষধ ক্রয় করতে হলে সর্ব প্রথম আগে সেই ঔষধ টির সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো জানতে হবে ৷ কারণ বর্তমান সময়ে কিছু অসাধু ব্যবসায়ী রা আছে যারা তাদের নিজের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ভাবে সাধারণ মানুষদের কে ঠকিয়ে থাকে ৷ এই জন্য আপনাকে অবশ্যই যে কোনো প্রকার ব্যপারে সচেতন থাকতে হবে ৷ ঔষধ কিনার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে নিয়ে তারপর সেই ঔষধ টি ক্রয় করবেন ৷ 

ঔষধ টির প্যাকেট ভালো ভাবে পড়ে নিবেন আপনি কোন রোগের জন্য কোন ঔষধ কিনছেন তার নির্দেশনাবলি গুলো সব ৷ এরপর যেই ঔষধ টি ক্রয় করবেন তার দাম সম্পর্কে অনুসন্ধান করে অবগত হয়ে নিবেন ৷ তা না হলে হয়তো বা ফার্মেসির লোকজন আপনার থেকে দাম বেশি নিবে বা ফার্মেসির লোকজন আপনাকে ভূয়ো পন্য বুঝিয়ে দিবে ৷ নিচে trilock 10 এর দাম কত তা দেওয়া হলো এক নজর এ দেখে নিতে পারেন ৷

মাল্টিকুলাস সোডিয়াম ১০ মিলি গ্রাম অপসোনিন ফার্মা লিমিটেড কম্পানির একটি ঔষধি পন্য ৷ প্রতিটি ঔষধের ইউনিট মূল্য ১৭.০০ টাকা করে চার্জ করা হয়ে থাকে ৷ প্রতিটি স্ট্রিপ মূল্য হবে হলো ২৪০ টাকা করে চার্জ করে থাকে ৷

তবে স্থান বা সময় ভেদে মূল্য কম বেশি হতে পারে ৷

শেষ কথা: trilock 10 এর কাজ কি - Trilock 10 খাওয়ার নিয়ম

পোষ্টের মাধ্যমে trilock 10 এর কাজ কি - Trilock 10 খাওয়ার নিয়ম জানতে পারলেন । মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আশা করি আপনার কোন সমস্যা হওয়ার কথা না trilock 10 এর কাজ কি - Trilock 10 খাওয়ার নিয়ম জানতে পারবেন। আপনাদের যদি এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ।
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url